জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরো ৪ জনের বিরুদ্ধে সম্পূর্ণ অবৈধ, মিথ্যা ও বানোয়াট অভিযোগে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সাজানো রায়ের মাধ্যমে সাজা প্রদানের ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।’
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সেনা সমর্থিত ১/১১-এর অবৈধ সরকারের সময়ে দায়েরকৃত একটি সাজানো মামলাকে ব্যবহার করে বর্তমান ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার দেশের জনগণের কাছে সর্বাধিক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য নেত্রীকে রাজনীতি এবং নির্বাচন থেকে সরিয়ে রেখে একদলীয় স্বৈরশাসনকে পাকাপোক্ত করার লক্ষ্যে সাজানো আদালতের মাধ্যমে এ রায় দেয়া হয়েছে বলে দেশের আপামর জনসাধারণ মনে করছে। সর্বস্তরের মানুষ এই অবৈধ রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে প্রিয় নেত্রীর জন্য রাজপথে নেমে এসেছে।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপনারা দেশনেত্রীর কথা অনুযায়ী ধৈর্যসহকারে রাজপথে নেমে এসে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতনে এগিয়ে আসুন।’
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭