প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে ফোন করে তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, ‘শেখ হাসিনা আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়ায় তাকে (রাজাপাকসে) আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।
প্রেস সচিব বলেন, দুই নেতা উভয় দেশের জনগনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।