অতীতের ভুল স্বীকার করে আগামী বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে নীতিমালা শক্তিশালী করছে ফেসবুক কর্তৃপক্ষ।
তবে এতেই যে সামাজিক যোগাযোগ মাধ্যমটির অপব্যবহার বন্ধ হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
পরিবর্তনগুলোর মধ্যে থাকবে- ভ্যারিফিকেশন প্রক্রিয়া শক্তিশালীকরণ। যাতে করে কেউ নির্বাচন, রাজনীতি, অভিবাসন ইত্যাদির মতো বড় বড় সামাজিক ইস্যুতে বিজ্ঞাপন বা প্রচার করতে চাইলে নিজের পরিচয় নিশ্চিত করতে এবং তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তা প্রমাণ করতে হবে।
মধ্য সেপ্টেম্বরের শুরুতে এ জাতীয় বিজ্ঞাপনদাতাদের সংশ্লিষ্ট সংস্থার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা অন্যান্য সরকারি পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে তাদের গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করতে হবে।
ফেসবুকে মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে কোনো কিছুতে প্রভাব বিস্তারের অভিযোগের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ এমন পরিবর্তন আনছে। তবে কর্তৃপক্ষ বলছেন তারা প্রতিনিয়ত ভালো কিছু আনার চেষ্টায় থাকেন।
আজকের বাজার/লুৎফর রহমান