রাজনৈতিক লড়াই সত্ত্বেও অসুস্থ ট্রাম্পকে আন্তরিক সমর্থন ওবামার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অসুস্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার একটি বার্তা পাঠিয়েছেন। তিক্ত রাজনৈতিক লড়াইয়ের বিষয় দূরে রেখে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি এ বার্তা পাঠান। খবর এএফপি’র।
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানের শুরুতে ওবামা বলেন, ‘অমরা এক বড় রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকলেও এবং আমরা এটি অনেক গুরুত্বের সাথে গ্রহণ করলেও আমরা আন্তরিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির মঙ্গল কামনা করছি।’
তিনি বলেন, ‘মিশেল ও আমি আশা করছি যে তারা এবং সারা দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত অন্যরা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। আর এ সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’
ওবামা বলেন, ‘আমরা সকলে আমেরিকান এবং আমরা সকলে মানুষ। সকলে সুস্থ ও ভাল থাকুক আমরা এমনটা দেখতে চাই।’