ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি রোববার রাজপরিবার ছাড়ার প্রেক্ষাপটে তার গভীর মনোবেদনার কথা প্রকাশ করেছেন। রাজপরিবারের সঙ্গে ঐতিহাসিক বিচ্ছেদের অংশ হিসেবে হ্যারি ও তার স্ত্রী মেগান তাদের রাজকীয় উপাধি ত্যাগ করছেন।
তিনি বলেন, স্ত্রী মেগান ও পুত্র অর্চির সঙ্গে ‘আরো শান্তিপূর্ণ জীবন প্রত্যাশায় তিনি তার রাজকীয় উপাধি পরিত্যাগ না করা ছাড়া আর কোন উপায় দেখছিলেন না।’
লন্ডনে আফ্রিকা ভিত্তিক তার দাতব্য প্রতিষ্ঠানের সমর্থকদের উদ্দেশে হ্যারি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত বেদনার যে এমনটা আমাকে করতে হলো।’
রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব ছেড়ে দেয়ার তোলপাড় করা ঘোষণার পর হ্যারি এই প্রথম আবেগঘন বক্তব্য দিলেন।
এছাড়া তিনি স্বীকার করেন যে প্রতিদিনের রাজকীয় দায়িত্ব পালন থেকে সরে এসে বিদেশে নতুন জীবন শুরু করার পরিকল্পনার গুরুত্বপূর্ণ পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার সময় তিনি কিছুটা শংকিত ও উত্তেজিত ছিলেন। হ্যারি বলেন, উচ্চাভিলাষী জীবনযাপনে যে সরকারি অর্থ ব্যয় হতো তা পরিত্যাগের জন্যে তিনি সবসময়ই প্রস্তত ছিলেন। তবে তিনি স্বীকার করেন, ব্রিটিশ আর্মির সাথে আফগানিস্তানে দু’দুবারের দায়িত্ব পালনকালে পাওয়া সামরিক উপাধি ও পুরস্কার ত্যাগে তার কষ্ট হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান