রাজপুত্রের বিয়ের খাবার মেনুতে যা ছিল

রাজ পরিবারের ছোট পুত্র হ্যারির বিয়ে বলে কথা।তাই শুধু লন্ডনবাসী নয়, সমগ্র বিশ্ববাসী জানতে চায় কি ছিল খাবার মেনুতে।

রয়্যাল শেফ মার্ক ফ্লানাগানের নেতৃত্বে শুরু হয় রান্নাবান্না। কেনসিংটন প্যালেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে প্রকাশ পেয়েছে খাবারের ছবি।

শোনা যাচ্ছে, এসব রান্নার আগেই নাকি অনেক টেস্টিং ট্রায়াল হয়েছে রাজপ্রাসাদে।

হ্যারি ও মেগান পরখ করে দেখেছেন সেই সব খাবার। অন্তত ৬০০ জনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেনু। ইংল্যান্ড ও নরফকের বাগান থেকে তুলে আনা ফ্রেশ সবজি ব্যবহার করা হচ্ছে খাবারে। প্যাসট্রি শেফ সেলউইন স্টবি তৈরি করছেন চকোলেট টাফল। এছাড়াও তারা তৈরি করছেন ক্রিম রুলি বিস্কুট, যাতে থাকবে ম্যাঙ্গো টপিং ও ইয়েলো ম্যাকরন।

রাজকীয় বিয়ে উপলক্ষে লন্ডনের রেস্টুরেন্টগুলো সেজেছিল নানান সাজে। যুক্তরাজ্যের সাধারণ মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাতিয়ে রাখেন পুরো শহর। রাজবধূকে শুভকামনা জানান তারা।

আরজেড/