রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সুমি আক্তার নামের এক যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গোয়ালন্দের যৌনপল্লী থেকে মধ্যরাতে সুমি আক্তারকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার এএসআই মো. সালাহ উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে তিনিসহ পুলিশের একটি দল যৌনপল্লীর যৌনকর্মী সুমির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তার ঘর থেকে ৩০২পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। মাদক ব্যবসার অভিযোগে সুমিকে পুলিশ সুমিকে আটক করে। পুলিশের অভিযান টের পেয়ে ঘরে থাকা আইয়ুব সরদার নামের আরেক ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় আজ বুধবার সকালে সুমিসহ আইয়ুবকে অভিযুক্ত করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আইয়ুব সরদার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার সিরাজ সরদারের ছেলে। আটককৃত সুমি মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের মেয়ে। বুধবার দুপুরের দিকে সুমিকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
আজকের বাজার/আরজেড