রাজবাড়ীর গোয়ালন্দে ১ হাজার ২৫টি ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো জেলার বালিয়াকান্দি উপজেলার সোলাবাড়িয়া গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে মো. রইচ মন্ডল (২৩)। তার কাছ থেকে ডিবি পুলিশ ৮৫৫টি ইয়াবাবড়ি উদ্ধার করে।
এছাড়া গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আদর্শ গ্রামের আব্দুল মালেক মোল্যার ছেলে মো. চান মিয়া মোল্যা (৩৮)। তার কাছ থেকে ১০৫টি ইয়াবা এবং ৬৫টি ইয়াবাসহ খলিল সরদারকে (৩৬) গ্রেফতার করা হয়। খলিল উপজেলার উত্তর দৌলতদিয়া ওমর আলী মেম্বার পাড়ার মৃত আজগর সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) বিএম কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার দিকে দৌলতদিয়ার বিকল্প (বাইপাস) সড়ক থেকে ১ হাজার ২৫টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। রাতেই পুলিশ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
সোমবার সকালে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ