রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে আদুরী বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ আগস্ট) দিবাগত রাতে নিহতের নিজ বসতঘরে তাকে হত্যা করা হয়।
নিহত আদুরী বেগম আটদাপুনিয়া গ্রামের রডমিস্ত্রি মিজানুর রহমান মৃধার স্ত্রী।
আদুরীর শ্বশুর করিম মৃধা জানান, দুই মাস আগে তার ছেলে মিজানুর কক্সবাজারের উখিয়ায় রডমিস্ত্রির কাজে গেছে। ছেলের বউ আদুরী দুই শিশু ছেলেসন্তানকে নিয়ে একটি পাটকাঠির ঘরে থাকত।
মঙ্গলবার রাতে আদুরী তার দুই ছেলেকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘরে শুয়ে পড়ে। রাত ১২টার দিকে তিনি (করিম মৃধা) প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে নাতিদের কান্নার শব্দ শুনে আদুরীর ঘরের সামনে যান।
সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে লাইট বন্ধ। এরপর ঘরের ভেতরে গিয়ে দেখেন আদুরী গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। নাতি দুটির শরীরে তাদের মায়ের শরীরের রক্ত লেগে আছে।
এ হত্যাকাণ্ড কারা ঘটিয়ে থাকতে পারে তা ধারণা করতে পারছেন না বলে জানিয়েছেন আদুরীর শ্বশুর করিম মৃধা।
রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
আজকের বাজার/একেএ