রাজবাড়ী শহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের শ্রীপুর পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধুঞ্চি গ্রামের রজব আলীর ছেলে শান্ত (২৫) ও গোদার বাজার এলাকার মো. সিদ্দিকের ছেলে হৃদয় (২৫)।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী শান্ত ও হৃদয় তাদের মোটরসাইকেলে তেল ভরার জন্য পলাশ ফিলিং স্টেশনে যায়। ফেরার পথে স্টেশনের সামনে একটি ড্রাম ট্রাক (মাটি টানা ট্রাক) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
পরে রাজবাড়ী থানার পুলিশ নম্বরপ্লেট বিহীন ড্রাম ট্রাকটি জব্দ করে এবং মরদেহ দু’টি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
আজকের বাজার/এমএইচ