রাজবাড়ীতে তরুণীকে ধর্ষণের পর হত্যা

রাজবাড়িতে মেহগনি বাগান থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

বসন্তপুর ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য রিটনের মেহগনি বাগানে মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালে পাাঠায়।

রাজবাড়ী থানার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরির্দশক) মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোনো এক সময় ঐ তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা কওর মৃতদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান,তরুণীর পরিচয় জানতে চেষ্টা করছে পুলিশ।

আজকের বাজার : আরজেড/আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮