রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে পাটগুদাম দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী শহরের আক্কাস আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজবাড়ীর ফায়ার স্টেশনের অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানান তিনি।