রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৩ জুন) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী সাহেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুফিয়া বেগম (৬৫)। তিনি একই গ্রামের নজর আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, রোববার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়সের বেরুলী সাহেবপাড়া গ্রামের নজর আলীর স্ত্রী ৫ সন্তানের জননী সুফিয়া বেগম বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান।
প্রতিবেশীরা অনেক খোঁজাখুজির পরে পানির নিচ থেকে দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
জানা যায়, নিহত সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
আজকের বাজার/একেএ