রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম তন্ময় বিশ্বাস (৯)। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের প্রদীপ বিশ্বাসের ছেলে।
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তন্ময় তার ছোট দুই ভাই-বোন নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ছোট ভাই দেব ও বোন দিপা বাড়িতে ফিরে যায়। কিন্তু তন্ময় বাড়িতে না যাওয়ায় খোঁজাখুজি করা হয়।
অনেক খোঁজাখুজি পর সন্ধ্যায় পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
আজকের বাজার/একেএ