রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অঙ্কুরপুর এলাকায় সোমবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, নিহত বদু শেখ (৪০) ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি ঘটনার ৭টি মামলা রয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, একদল ডাকাত ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশ সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে বদু শেখের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথাও জানান ওসি।
আজকের বাজার/এমএইচ