রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইদুল (৩২) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, ডিবি পুলিশের পরিদর্শক জিয়ারুল হক ও কনস্টেবল পঙ্কজ মন্ডল।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ধাওয়াপাড়া জৌকুড়া ঘাট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত চরমপন্থী নেতা সাইদুল পাবনার আটঘারিয়া উপজেলার তনুর ছেলে।
পুলিশ জানায়, জৌকুড়া ঘাট এলাকায় চরমপন্থী নেতারা বৈঠক করছে- এমন খবের ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে চরমপন্থী সাইদুল আহত হন। পড়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএম/