সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও স্থানীয় যান মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার পরিদর্শক মাসুদ পারভেজ জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রের সাথে বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই নারী ও তিন পুরুষ নিহত এবং আরো দুজন আহত হন।
আজকের বাজার/এমএইচ