রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কুদ্দুস মন্ডল (৪৫) নামে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত কুদ্দুস উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের হেমায়েত মন্ডলের ছেলে।
বুধবার (৪ জুলাই) উপজেলার বেরুলী বাজারে মৃতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সকালে বেরুলী বাজারের ওয়েলডিংয়ের দোকানে কুদ্দুস মন্ডল বিদ্যুস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সৌরভ শিকদার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই কুদ্দুস মন্ডল মারা গেছেন।
আজকের বাজার/এসএম