রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোমল্লিক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ির পানির লাইনের মোটরে কাজ করতে গিয়ে তিনি নিহত হন।
নিহত যুবকের নাম সুমন শেখ (২২)। তিনি একই গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। অল্প কিছুদিন আগে তিনি দেশে ফিরে মৎস্য চাষ ও গাভী পালন শুরু করেন। মঙ্গলবার সকালে খামারের পানির লাইনের মোটরে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামত করতে যান তিনি। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়া হয়।
বালিয়াকান্দি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ