রাজবাড়ীতে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। মঙ্গলবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (বিপিএম, সেবা), সিভিল সার্জন ডা. আ. রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ খালেক ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. ছাদেকুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা প্রমুখ।
রাসেল/