রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে গালিব হাসান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুলাই) বিকেল ৩ টার দিকে কালুখালী উপজেলার কিং জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।
রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাচিনা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।
গালিব উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য বল্লভপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে রাজবাড়ী সরকারী কলেজ উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র।
গালিবের বাবা মোহাম্মদ আলী জানান, সোমবার বিকেল ৩টার দিকে গালিব নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালুখালীর রতনদিয়া বাজারে আসার সময় পথে কিং জুট মিল সংলগ্ন মসজিদের পাশে মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষ হয়।
এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এসময় এ্যম্বোলেন্স যোগে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরএম/