রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দিতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মে) দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
নিহত ওই স্কুলছাত্রের নাম আকাশ মোল্যা (১৩)। নিহত আকাশ একই গ্রামের মসিয়াল মোল্যার ছেলে এবং বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সোমবার এ হত্যার ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি মাসুক বিশ্বাস, আমিন বিশ্বাস, রাকিবুল হাসান পারভেজ, সামী বিশ্বাস, রানা বিশ্বাস, সোহেলী সুলতানা, নাজমুন নাহার ও পারভীন বেগম।
পুলিশ জানায়, নিহত স্কুলছাত্র আকাশের মা মোনোয়ারা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় পুলিশ অভিযান সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে।
নিহত আকাশের মা মোনোয়ারা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হতার বিচার চান।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এসআই কায়সার হামিদ জানান, গ্রেফতারদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজকের বাজার/একেএ