রাজবাড়ী সদর উপজেলায় ৫৫০ পিস ইয়াবাসহ এক যবুককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ জুন) সকালে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. তৌফিকুর রহমান মোল্লা মুন্না (৩৫)। তৌফিকুর একই এলাকার আলতব উদ্দিন মোল্লার ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি অভিযানিক দল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নের্তৃত্বে সকাল সাড়ে ৫টার দিকে ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় তৌফিকুর রহমান মোল্লা মুন্নাকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতার আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তিনি দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে সদর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের বাজার/একেএ