রাজবাড়ীর পাংশায় শওকত আলী মন্ডল নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শওকত আলী মন্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য, ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাগদুলী গ্রামের মৃত নজির আলী মন্ডলের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে শওকত আলী মন্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিৎসক ডা. অজয়ের ফার্মেসিতে বসে ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে এসে তাকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাংশা হাসাপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করে। সেখানে দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।