রাজবাড়ী কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারে মঙ্গলবার সকালে শিশু ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

মৃত হাসমত শেখ (৫৫) সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়া এলাকার বাসিন্দা।

গত ৩০ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে বন্দী ছিলেন তিনি।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার নাহিদা পারভীন জানান, হাজতি হিসেবে কারাগারে আসার পর প্রথম দিকে হাসমত শেখ সুস্থই ছিলেন। গত ৯ অক্টোবর থেকে তার আচরণ খুব অস্বাভাবিক হয়ে উঠে। সে কারণে কারাগারের হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পথে ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

জেল সুপার জানান, লাশ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।