বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় ম্যাচে বড় সংগ্রহ পায়নি ঢাকা প্লাটুন। দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছেন রাজশাহী রয়্যালসের বোলাররা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৪ রান করেছে ঢাকা।
সর্বোচ্চ ৩৮ রান আসে ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। শেষ দিকে ১০ বলে দুই ছক্কায় অপরাজিত ১৮ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এবারের বিপিএলে দুই দলের জন্যই এটি প্রথম ম্যাচ।
ঢাকা প্লাটুন একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলী, হাসান মাহমুদ, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদী হাসান, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ।
রাজশাহী রয়্যালস একাদশ: আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শোয়েব মালিক, রবি বোপারা, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম।
আজকের বাজার/আরিফ