ঝড় তুলতে পারেননি ক্রিস গেইল। অন্য ব্যাটসম্যানরাও সেরকম তাণ্ডব চালাতে পারেননি। শেষদিকে রোবটের মতো রানটা বাড়িয়ে নেয়ার চেষ্টা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান। তা সত্ত্বেও ১৫৫ রান তুলতে সক্ষম হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অর্থাৎ তাদের টার্গেট নাগালের মধ্যেই রাখল রাজশাহী রয়্যালস।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম বোলিং বেছে নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে আগে ব্যাট করতে নামে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।
শুরুটা সতর্ক করেন দুই ওপেনার ক্রিস গেইল ও জুনায়েদ সিদ্দিকী। তবে একটু আগ্রাসী হতেই শোয়েব মালিকের শিকার হয়ে ফেরেন জুনায়েদ। ঝড় তুলতে পারেননি গেইলও। আফিফের বলে পর পরই বিদায় নেন তিনি। দুজনই করেন ২৩ রান করে।
পরে তাইজুলের বলে দ্রুত ফিনিশ হনইনফর্ম ইমরুল কায়েস। ফলে চাপে পড়ে চট্টগ্রামস। এ অবস্থায় চ্যাডউইক ওয়ালটনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ক্যারিবীয় বিগ হিটার। তবে রানের গতি কিছুটা বাড়ে।
এ পরিস্থিতিতে তা বাড়িয়ে নেয়ার প্রচেষ্টা চালান নুরুল হাসান। ক্রিজে এসেই ঝড় তুলেন তিনি। যদিও খুব বেশিক্ষণ তাণ্ডব চালাতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মাত্র ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রানের ক্যামিও খেলে ফেরেন তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান