রাজশাহী রোগ সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে এক যুবকের মৃত্যু হয়েছে।
তার বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার মাধনগর গ্রামে।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও করোনা নিয়ে গঠিত টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই যুবকের গত চারদিন ধরে জ্বর ও শরীরে র্যাশ ছিল। শুক্রবার অসুস্থ হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি হন। পরে সেখান থেকে তাকে রাজশাহী আইডি হাসপাতালে পাঠানো হয়।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডা. আজিজুল হক আজাদ আরও জানান, করোনা আক্রান্ত সন্দেহে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে শুক্রবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এছাড়া সরকার জানিয়েছে, এ সময়ের মধ্যে আরও ২৬৬ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে।