রাজশাহীর শাহমখদুম উপজেলার সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ‘আনসার আল ইসলামের’ তিন সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব।
তারা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলিমের ছেলে মো. ইউসুফ আলী ওরফে সৌরভ (২১), ওকরকলা গ্রামের সাইফুলের ছেলে সাকিল খান (২০), পাবনা জেলার চাটমোহর উপজেলার বোথড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সৌভিক হাসান ওরফে সৌরভ (২০)।
বৃহস্পতিবার র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন সংবাদ পেয়ে রাত ১১টার দিকে নগরীর সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়। তাদেরকে উগ্রবাদী বই এবং প্রশিক্ষণের নথিসহ হাতেনাতে ধরা হয়।’ সূত্র - ইউএনবি।
আজকের বাজার / এ.এ