ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ ২৬ জানুয়ারি ২০২০ রাজশাহীর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউছার উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন নাবিল গ্র“পের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আমিনুল ইসলাম, সেভেন স্টার ফিস প্রসেসিং কো¤পানি লিমিটেডের চেয়ারম্যান মোঃ ইমদাদ হোসাইন, আর এস ট্রেডার্স এর স্বত্ত¡াধিকারী মোঃ শরিফুল ইসলাম, নওগাঁ পাথর অ্যান্ড কয়লা ঘর এর স্বত্ত¡াধিকারী মোঃ আইনুদ্দিন এবং ন্যাশনাল ট্রেডার্স এর জেনারেল ম্যানেজার মোঃ মোজাফফর হোসাইন। ব্যাংকের রাজশাহী জোনের শাখাসমূহের ব্যবস্থাপক ও গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।