রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। বুধবার রাত পৌনে ১২টার দিকে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন, জেলার গোদাগাড়ী উপজেলার বিদিরপুর স্বপনের ঘাটের সাদেক আলীর ছেলে রুবেল আলী (২৭) এবং কক্সবাজারের রামু উপজেলার পূর্বমেরংলোয়া এলাকার সারেন্দ্র বড়ুয়ার ছেলে সুবোধ বড়ুয়া মুন্না (২৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাবের একটি দল। এ সময় ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ওই দুই বাসযাত্রীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও দুটি সিমকার্ড এবং ৪১৩ টাকা জব্দ করে র্যাব।
এ নিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও ওই বার্তায় জানায় র্যাব।
আজকের বাজার/একেএ