রাজশাহীর বাগমারায় একজনকে কুপিয়ে হত্যা করার হয়েছে। বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আনসার রহমান মৃধা (৫০)। তিনি ওই ইউনিয়নের কাষ্টডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে নরদাচ ইউনিয়নের মাঝনগর বাজারে এই ঘটনা ঘটে।
বাগমারা থানার ওসি নাসিম আহমেদ জানান, একদল লোক সকালে মাঝনগর বাজারে আনসার রহমান মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনসার মৃধাকে মৃত ঘোষণা করেন।
ওসি নাসিম আহমেদ বলেন, স্থানীয় জোকা বিলে মাছ ধরা নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। একদিন আগেও ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
তিনি জানান, ওই সংঘর্ষের জেরেই আনসার রহমান মৃধাকে হত্যা করা হয়েছে।
একেএ/