রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় রাস্তার পাশে মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। তবে এটি কার এবং কারা ফেলে রেখে গেছে, সেই বিষয়ে কোনো তথ্য মিলছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পু্লশি বলছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত ক্লু বের করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ডিঙ্গাডোবা এলাকার ওই রাস্তাটির সংস্কার কাজ চলছে। সকালে পথচারীরা নিচু স্থানে একটি প্লাস্টিকের ব্যাগের ওপরে কাটা ডান পা পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে জানানো হয়। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহাদাত হোসেন খান বলেন,‘এখনও এ বিষয়ে কোনো ক্লু পাওয়া যায়নি। যেটুকু ধারণা করা হচ্ছে, কেউ হয়ত কাটা পা সেখানে ফেলে রেখে গেছে।’ তিনি আরও বলেন,‘আমরা ওই কাটা পা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান