রাজশাহী নগরীর বহরমপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে এক নার্স আত্মহত্যা করেছেন। বুধবার (১৬ মে) দুপুর ১২টার দিকে তার ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৫)। নিহত শফিকুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার মোহনপুর উপজেলার মৌগাছি এলাকায়।
নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শোবার ঘরের সিলিং ফ্যান থেকে শফিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। স্ত্রী ও পাঁচ বছরের সন্তানসহ নগরীর বহরমপুর এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন শফিকুল। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে দির্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল তার। এরই জেরে আত্মহত্যা করেন তিনি। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি হাফিজুর রহমান।
ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে দুপুরের পর মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।
আজকের বাজার/একেএ