রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রাম থেকে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতের নাম পারুল বিবি (৫০)। পারুল বিবি গোল্লাপাড়া গ্রামের ফজর আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালের দিকে ওই নারীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হক মৃধা ও এএস আই বিপেন অভিযান চালিয়ে তিনশত পঞ্চাশ গ্রাম গাঁজা জব্দ করেন।
তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পারুলকে গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
আজকের বাজার/একেএ