রাজশাহীতে গাজাসহ আটক এক

রাজশাহীতে ৩০০ গ্রাম গাজাসহ মো. খায়বার (৩২) নামের এক ব্যক্তিতে আটক করেছ পুলিশ। সোমাবার গভীর রাতে নগরীর বায়া-পাকুড়িয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত মো. খায়বার শিলিন্দা এলাকার মহাসিন আলীর ছেলে ।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, সোমবার রাতে বায়া-পাকুড়িয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৬শ’ টাকা।

ওসি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরএম/