রাজশাহীর তানোর উপজেলার তানোরপাড়া থেকে মাহফুজা আক্তার পলি (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুন) সকালে ওই নারীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ তানোর থানায় কর্মরত পুলিশ (মুন্সি) এরশাদ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, মাহফুজা মানসিক রোগী ছিলেন। ইতিমধ্যে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। শুক্রবার সকালের কোনো এক সময় নিজ ঘরে জানালার সাথে গলায় ওড়নার পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
তার স্বামী এরশাদ আলী ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে ঘরের ভেতরে গেলে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তানোর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহফুজা দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। তার দুই কন্যাশিশু রয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরএম/