রাজশাহীতে চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি

শিশুমৃত্যুর ঘটনায় চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি পালন করছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো।

শনিবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয় এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ’র ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে।

গত বৃহস্পতিবার রাজশাহী শহরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশুমৃত্যুর ঘটনায় চিকিৎসক সানাউল্লাহকে লাঞ্ছিত করে শিশুটির স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আজ কর্মবিরতি পালনের ডাক দেয় বিএমএ রাজশাহী জেলা শাখা। ক্লিনিকগুলোতে পুরনো রোগীদের চিকিৎসা দেয়া হলেও নতুন রোগী ভর্তি বন্ধ রয়েছে।

এছাড়া দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

আরজেড