রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় রোববার সকাল ৮টায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রজাশাহী মহানগরের বিমানবন্দর থানার বৈরাগিপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি মালবোঝাই ট্রাক রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। ট্রাকটি রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুর এলাকায় পৌঁছে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন আলী মারা যান।
এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ