রাজশাহীতে ট্রাকচালকের ঘুমে প্রাণ গেল ব্যবসায়ীর

Rajshahi

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকায় ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জসিম (২০)। তিনি উপজেলার রেলগেট কসাইপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে জসিমসহ কয়েকজন ব্যবসায়ী গরু জবাই করে বিক্রির জন্য রেলগেট মোড়ে বসেছিলেন। এ সময় চাপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মাংস ব্যবসায়ী জসিমকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে জসিম নিহত হন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ওই ট্রাকের চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় একজন মারা যায়।

আজকের বাজার/একেএ