রাজশাহীতে ট্রাক চাপায় ২ পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার পাড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূইয়া এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
ওসি আরো জানান, দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও চালক মারা যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী কার্যালয় থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তাদের একটি দল উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে গিয়েছে।
আজকের বাজার : এমএম/সালি, ৫ ফেব্রুয়ারি ২০১৮