রাজশাহীর বাঘা উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ১০টি মামলা রয়েছে।
নিহত ব্যাক্তির নাম জিয়ারুল ইসলাম কালু (৩৯)। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলমের ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দুদলের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
তিনি দাবি করেন, ‘পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলি বিনিময় শেষে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কালুকে আহত অবস্থায় উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন দেব সহ পুলিশের নয় সদস্য আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে ৫৩ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানান পুলিশের ওই কর্মকর্তা।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ