রাজশাহীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মহানগরীর নওদাপাড়া এলাকার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালকের কক্ষ ঘেরাও করেন প্রসূতির স্বজনরা। পুলিশ গিয়ে তাদের বের করে দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বের হওয়ার সময় তারা হাসপাতালে ভাঙচুর চালান।

প্রসূতি মহানগরীর আসাম কলোনি এলাকার নাজমুল হাসান টগরের স্ত্রী জুলিয়া বেগম। সন্তান প্রসবের জন্য শনিবার রাত ১টার দিকে হাসপাতালের ৪০৬ নম্বর ওয়ার্ডের দুই নম্বর বেডে ভর্তি হন। রোববার বিকেলে সিজারিয়ান অস্ত্রোপচার করা হলে তিনি মৃত সন্তান প্রসব করেন।

জুলিয়ার স্বামী টগর জানান, হাসপাতালে ভর্তির পর চিকিৎসক আবেদা বেগম তার চিকিৎসা শুরু করেন। ওই রাতেই তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান মা ও সন্তান ভাল আছে। এরপর ভোর ৬টার দিকে তিনি অস্ত্রোপচারের সময় দেন। কিন্ত তিনি আর হাসপাতালে আসেননি। ৯ ঘণ্টা পর রোববার বিকেল ৩টার দিকে তার স্ত্রীর অস্ত্রোপচার করা হয়।

সময় মতো সিজার না করায় প্রসূতির গর্ভে তার সন্তানের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চিকিৎসক আবেদা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। তবে তার সহকারী সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে রোববার ভোরেই চিকিৎসক আবেদা বেগম কুষ্টিয়া চলে যান। সকাল ৮টার দিকে ফোন করে তিনি বিষয়টি জানিয়েছেন। তিনি দুই দিন রোগি দেখবেন না বলেও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা নিজেদের মধ্যে মীমাংসা করে নিতে পারেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দিলে তা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজকের বাজার: সালি / ২২ জানুয়ারি ২০১৮