রাজশাহীতে পরিত্যক্ত হাতবোমা উদ্ধার

রাজশাহী নগরীর শ্যামপুর এলাকার একটি বালুঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার, ৪ মে দুপুরে  বোমাগুলো উদ্ধার করা হয়। বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যাগে বোমাগুলো রাখা ছিল।

রাজশাহী মহানগর পুলিশের কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অস্ত্র মজুদ করা হয়েছে –এমন খবরের ভিত্তিতে শ্যামপুর বালুঘাটে অভিযান চালানো হয়। এসময় বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যাগে পরিত্যক্ত ৮টি হাতবোমা পাওয়া যায়। তবে কারা বোমাগুলো রেখেছিল তা নিশ্চিত হতে না পারায় কাউকে আটক করা হয়নি। এ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

গত ২৯ এপ্রিল দিনগত রাতে বালুঘাটে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে অভিযান চালিয়ে অবিস্ফোরিত দু’টি হাতবোমা উদ্ধার করে। তবে সেদিনও কাউকে আটক করা যায়নি। ঘাটের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল বিরোধ চলছে। এ নিয়ে কাটাখালিতে ঝাটা মিছিলও হয়েছে।

রাসেল/