বাঘা উপজেলার বলিহার গ্রামে পুকুর থেকে রবিবার সকালে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে এক যুবক চিৎকার করে অসংলগ্ন কথা বলতে থাকেন এবং এক পর্যায়ে পুকুরে নেমে ডুব দেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি ইউডি (অপমৃত্যু) মামলা করেছে