রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আর এম পি এসি) সহকারী পুলিশ কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেননি।
শনিবার,২৯ এপ্রিল সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সাব্বির আহমেদ আরএমপি’র সাবেক পুলিশ কমিশনার মুহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে। তিনি রাজপাড়া থানা সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তার স্ত্রী ও চার বছরের সন্তান রয়েছে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার অধ্যাপক এনামুল হক সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। তিনি নাইলনের রশির মাধ্যমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
আজকের বাজার: সালি/ এলকে/ ২৯ এপ্রিল ২০১৭