রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রশান্ত কুমার ঘোষ (২২) নামে এক পুলিশের ভাড়ার টহল গাড়ির চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শালিক নামে তার আরেক বন্ধু।
সোমবার রাত ১০টার দিকে ভেড়িপাড়া পুলিশ লাইনের পাশে এ ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।
নিহত প্রশান্ত নগরীর বুলনপুর ঘোষপাড়ার স্বপন কুমার ঘোষের ছেলে। তিনি পুলিশের ভাড়ার টহল গাড়ি (হিউম্যান হলার) চালাতেন।
আহত শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাদ দিয়ে ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, প্রশান্ত ও শাকিল পুলিশ লাইন হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চার থেকে পাঁচ জন লোক তাদের উপর হামলা করে। হামলাকারীরা প্রথমে শাকিলকে এবং তাকে রক্ষা করতে গেলে প্রশান্তকে মারপিট করে। এক পর্যায়ে হামলাকারীরা প্রশান্তের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা প্রশান্ত ও শাকিলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
পূর্ব শক্রতার জের ধরে এ হামলার ঘটনা হতে পারে বলে পুলিশের ধারণা।
আজকের বাজার/এমএইচ