রাজশাহীতে প্রতিবন্ধি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Rajshahi

রাজশাহী নগরীর আলিমগঞ্জ এলাকা থেকে শারীরিক প্রতিবন্ধি অজ্ঞাত এক যবুকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।

ইফতে খায়ের আরও জানান, রাতে মহাসড়কের আলীমগঞ্জ জবির মোড় এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধি। তার বাম হাত কনুইয়ের নিচের অংশ বাঁকা।

আজকের বাজার/একেএ