রাজশাহীতে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

Rajshahi

রাজশাহীর দূর্গাপুর উপজেলার বড়ইল গ্রাম থেকে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইল গ্রামের পদ্মপুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, মূর্তিটি কয়েকশ বছর আগের। উদ্ধারকৃত মূর্তিটি ৩০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি ৫০০ গ্রাম।

স্থানীয়রা জানায়, বড়ইল গ্রামের জেহের সরকারের পদ্মপুকুর খননের সময় বিষ্ণু মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। পরে শ্রমিকরা পুলিশকে খবর দেন।

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, কালো পাথরের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে কোর্টের নির্দেশনা মেনে মূর্তিটি যাদুঘরে পাঠানো হবে।