চলতি বছর রাজশাহীতে জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৫৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ১১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত দুই বছর রাজশাহীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ছিল ৫০ টাকা।
বুধবার (৩০ মে) মাগরিবের নামাজের পর রাজশাহীতে ফিতরা নির্ধারণ উপলক্ষে মহানগরীর দরগাপাড়া এলাকার জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসায় এক সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয়।
৩৩ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য হিসেবে এই ফিতরা নির্ধারিত হয়েছে।
তবে রাজশাহীর স্থানীয় বাজারে তিন কেজি ৩০০ গ্রাম খেজুর অথবা সমপরিমাণ কিশমিশের মূল্যেও ফিতরা আদায় করা যাবে। এ হিসাবে কিশমিশের দাম প্রতি কেজি ৩৫০ টাকা ধরে এক হাজার ১৬৬ টাকা অথবা খেজুর প্রতি কেজি ২৫০ টাকা ধরে ৮৩৩ টাকায় ফিতরা আদায় করা যাবে।
রাজশাহী ও আশপাশের এলাকার জন্য ফিতরা নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহ উদ্দিন।
আজকের বাজার/ এমএইচ